নবীনগরে বিএনপির প্রার্থী এড.মান্নানের নির্বাচনী জনসভায় ধানের শীষে ভোট প্রার্থনা 

 

জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার বিকেলে নবীনগর সরকারি হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রাপ্ত জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান।তিনি বলেন, আমাকে দলের মনোনয়ন দেওয়ায় আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, নির্বাচন বানচালের পায়তারা চলছে, জনগণকে সজাগ থাকার জন্য উদাত্ত আহ্বান জানান। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে নবীনগরের উন্নয়নের দোয়ার খুলে যাবে। নবীনগরে কোন সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, মাদক থাকবে না, দুর্নীতি থাকবে না, থাকবে না অবৈধ বালু মহাল,একটি আধুনিক মডেল নবীনগর হিসেবে গড়ে তোলার জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন।উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম, ছাদেকুল হক ছাদির, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, চেয়ারম্যান হেলাল উদ্দিন, এম আর মুজিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা যুবদলের সদস্য সচিব কাউসার আলম, পৌর বিএনপির সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শুকুর খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল ও মহিলা নেত্রী প্রফেসর লায়লা ইসলাম সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।