রাঙ্গামাটি–২৯৯ আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট দিপেন দেওয়ানের সঙ্গে কাপ্তাই উপজেলা যুবদলের শুভেচ্ছা বিনিময়

 

চৌধুরী মুহাম্মদ রিপনঃ

রাঙ্গামাটি ২৯৯ নং আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এডভোকেট দিপেন দেওয়ানের সঙ্গে কাপ্তাই উপজেলা যুবদল কাপ্তাই হতে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে এডভোকেট দিপেন দেওয়ানের বাসভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন—রাঙ্গামাটি জেলা বিএনপি’র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো, জেলা বিএনপি’র সহ সভাপতি ও রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপি’র সহ সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রশিদ সেলিম, রাঙ্গামাটি জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল। এছাড়া উপস্থিত ছিলেন—রাঙ্গামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুন্নবী, সাধারণ সম্পাদক আবু সাদৎ মোহাম্মদ সায়েম, কাপ্তাই উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ জাহিদুল ইসলাম মেম্বার,সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলু,যুগ্ম আহবায়ক বাবু সুমন মারমা, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান,কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য বাবুল তঞ্চাঙ্গা, সোহেল আরমান দিলু, ইসমাইল হোসেন লিটন, জাহাঙ্গীর আলম মাসুম ও মোঃ রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন—কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, কাপ্তাই উপজেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত উল্লাহ মনু,কাপ্তাই উপজেলা বিএনপির সদস্য মোঃ জসিমউদ্দীন, মোঃ সাহাবউদ্দীন, মোঃ মাসুদ ও তোতা মিয়া। শিলছড়িস্থ ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ভূট্টো, সাধারণ সম্পাদক মোঃ রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন যুবদলের মধ্যে উপস্থিত ছিলেন—১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদল: আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন মিলন,২ নং রাইখালী ইউনিয়ন যুবদল: আহবায়ক মোঃ নেজাম উদ্দিন, সদস্য সচিব মোঃ নুরুল আজিম, ৪ নং কাপ্তাই ইউনিয়ন যুবদল: সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রুবেল, ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন যুবদল: আহবায়ক আবুল বাশার বাবুল, সদস্য সচিব সঞ্জয় তঞ্চাঙ্গা,অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন যুবদলের অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এডভোকেট দিপেন দেওয়ান বলেন, রাঙ্গামাটি–২৯৯ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সংগঠনের প্রতিটি স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কাপ্তাই উপজেলা যুবদলের এই আন্তরিক শুভেচ্ছা আমাকে আরও শক্তি ও সাহস জোগাবে। তিনি আরও বলেন,আন্দোলন–সংগ্রামে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে সম্মিলিতভাবে কাজ করলে ইনশাআল্লাহ পরিবর্তন আসবেই।