
মোছাঃ অহিদুর নূর প্রকাশ পাখি (৫৫), গায়ের রং:-ফর্সা,উচ্চতা:- ৫’-২” স্বামী- মৃত আব্দুল কাদের, পিতা- মৃত নুর আলম, মাতা- আমাতুন নুর বেগম, সাং- বাদশা মাঝিরঘোনা, ১০০নং ওয়াগ্গা, ০৭নং ওয়ার্ড, ০১নং চন্দ্রঘোনা ইউনিয়ন, থানা-কাপ্তাই, জেলা-রাঙ্গামাটি পাবর্ত্য জেলা। জাতীয় পরিচয়পত্র নং-২৪২৪২৮৫৫৯৭, জন্ম তারিখ-১৫/১০/১৯৭০খ্রিঃ মেয়ের শশুর বাড়ি হতে কাউকে কিছু না বলিয়া অজ্ঞাত স্থানে চলিয়া যায়।
সম্ভাব্য সকল জায়গা ও আত্মীয় স্বজনের বাসায় অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ব্যাক্তি সামান্য মানসিক ভারসাম্যহীন। তিনি ইতিপূর্বেও মাঝে মধ্যে ঘর থেকে কাউকে কিছু না বলিয়া চলে যেত এবং কিছুদিন থাকার পর নিজ থেকে পুনরায় ঘরে ফিরে আসত। সে বাংলাদেশের বিভিন্ন মাজারে মাজের ঘুরে বেড়াই। গত ১৯/০২/২০২৫ইং তারিখ বিকাল অনুমান ০৫.২০ ঘটিকার সময় ঘর হতে চলে গেলে দীর্ঘদিন যাবত বাড়ীতে ফিরে না আসায় নিখোঁজের মেয়ের জামাই ও নিখোঁজের পরিবারের আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মাজারে খোঁজাখুজি করিয়া কোথাও না পেয়ে রাঙ্গামাটি, কাপ্তাই থানায় অবহিত দাখিল করেন নিখোঁজের মেয়ের জামাই কবির হোসেন (৫০), পিতা- মৃত আব্দুল খালেক, মাতা- হাজেরা বেগম, সাং-সাদেকেরঘোন্য কবির হোসেন এর বাড়ি), ০৭নং ওয়ার্ড, ০১নং চন্দ্রঘোনা ইউনিয়ন, থানা-কাপ্তাই, জেলা-রাঙ্গামাটি পাবর্ত্য জেলা।
যদি কোন স্বহৃদয়বান ব্যাক্তি নিখোঁজ মোছাঃ অহিদুর নূর প্রকাশ পাখি এর খোঁজ পেয়ে থাকেন নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগ:- ০১৮৮৯৬৩৬৮৭৮
,০১৮১২৬১৯২৫৭