নিজস্ব প্রতিবেদকঃ
তিন সন্তানের জননী, মোছাঃ অহিদুর নুর - প্রকাশ পাখি (৫৫), স্বামী- মৃত আব্দুল কাদের, পিতা- মৃত নুর আলম, মাতা-আমাতুন নুর বেগম, সাং- বাদশা মাঝিরঘোনা, ১০০নং ওয়াগ্গা, ০৭নং ওয়ার্ড, ০১নং চন্দ্রঘোনা ইউনিয়ন, থানা-কাপ্তাই এলাকার আমার নিজ বাড়ি হতে কাউকে কিছু না বলিয়া অজ্ঞাত স্থানে চলিয়া যায়। সে ইতিপূর্বেও মাঝে মধ্যে ঘর থেকে কাউকে কিছু না বলিয়া চলে যেত এবং কিছুদিন থাকার পর নিজ থেকে পুনরায় ঘরে ফিরে আসত। সে বাংলাদেশের বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়াই। সে মানসিক ভারসাম্যহীন।
নিখোঁজ মোছাঃ অহিদুর নুর এর মেয়ের জামাতা কবির হোসেন জানান তার শাশুড়ি সাদেকেরঘোনা এলাকায় তাদের বাড়িতে বেড়াতে আসে কিছুদিন থাকার পর অন্যত্র বেড়াতে যাবে বলে গত ১৯/০২/২০২৫ইং তারিখ বিকাল অনুমান ০৫.২০ ঘটিকার সময় বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ দুই মাস ২৫ দিন যাবত তিনি আর ফিরে আসেনি বাড়িতে এ ব্যাপারে কাপ্তাই থানায় বুধবার (১৪ মে ২০২৫) ইং তারিখে লিখিত একটি আবেদনের মাধ্যমে অবহিত করেন জামাতা মোহাম্মদ কবির হোসেন। এ ব্যাপারে কাপ্তাই থানায় যোগাযোগ করা হলে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ এ বিষয়ে নিশ্চিত করে বলেন অহিদুর নুর নামে এক মহিলা নিখোঁজ এর ঘটনায কাপ্তাই থানায় একটি আবেদন করেছে নিখোঁজ মহিলার মেয়ের জামাতা। সে আবেদনে আবেদনকারী মোঃ কবির হোসেন উল্লেখ করেন, দীর্ঘদিন যাবত বাড়ীতে ফিরে না আসায় আমি ও আমার পরিবারের আত্মীয়-স্বজন আমার শ্বাশুরী মোছাঃ অহিদুর নুর (প্রকাশ পাখি) ৫৫ কে খোঁজাখুজি করিয়া কোথাও পায়নি। খোঁজাখুজি অব্যাহত আছে। আমার শ্বাশুরীকে খোঁজে পাওয়া গেলে তাৎক্ষনিকভাবে থানাকে অবহিত করে। যোগাযোগের জন্য জামাতা মোঃ কবির হোসেন এর মোবাইল নম্বর দেওয়া হয়েছে, ০১৮৮৯৬৩৬৮৭৮। এ বিষয়ে কাপ্তাই থানা পুলিশ তদন্ত করছে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.