নবীনগরে ডাক্তার হামদু মিয়া স্মৃতি শিক্ষাবৃত্তি অনুষ্ঠিত

জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ডাক্তার হামদু মিয়া স্মৃতি শিক্ষাবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকালে ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ডাঃ হামদু মিয়া স্মৃতি শিক্ষা বৃত্তি ফাউন্ডশনের সভাপতি ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ওরাল এন্ড ম্যাক্সিলোসিয়াল সার্জন ডাঃ কামরুজ্জামানের পৃষ্ঠপোষকতায়। ফ্রেন্ড অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং লুৎফুর রহমান স্বপনের তত্ত্বাবধানে। মাজেদুল ইসলামের কেন্দ্র পরিচালনায়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নোমান চৌধুরী, নবীনগর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক দেলোয়ার হোসেন, নবীনগর উপজেলা বি এন পির সদস্য ওবায়দুল্লা সরকার, আলী মাহমুদুর রহমান রাছেল, বাবু প্রণব দাস,আবুল বাসার, মানিক মিয়া, আল আমিন খন্দকার, আজাদ মিয়া, ইকবাল, মারুফ,রিয়াজ বাদল সরকার, ইমন, নাছির খন্দকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এ সময় ডাক্তার কামরুজ্জামান বলেন নবীনগরের চারটি ইউনিয়নের ৪০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।মোট ২২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।মেধা যাচাইয়ের মাধ্যমে ১২ জন ট্যালেন্টপুল ও ২০ জন সাধারণ গ্রেডসহ মোট ৩২ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আগ্রহ বৃদ্ধি করা ও মেধার বিকাশ ঘটানো।লেখাপড়ার পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে সমাজ ও দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে উদ্বুদ্ধ করা। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে করার আগ্রহ প্রকাশ করা হয়েছে।