চন্দ্রঘোনায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণে কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াজ উদ্দিন আকাশ

কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. রিয়াজ উদ্দিন আকাশের উদ্যোগে আজ শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য হলে দিন) দুপুর থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি মসজিদে এ লিফলেট বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে—কেপিএম কেন্দ্রীয় জামে মসজিদ, কেপিএম পুরাতন জামে মসজিদ, পুকুর পাড় বায়তুল ফালাহ জামে মসজিদ, রেশম বাগান জামে মসজিদ নামাজ শেষে মুসল্লিদের হাতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির মূল বার্তা সম্বলিত লিফলেট তুলে দেওয়া হয়। এসময় মো. রিয়াজ উদ্দিন আকাশ ও তার সহযোদ্ধারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট ও সমর্থন চেয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি বর্তমান রাষ্ট্রকাঠামোর সংকট, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির প্রস্তাবিত ৩১ দফার গুরুত্ব সম্পর্কে মুসল্লিদের অবহিত করেন। রিয়াজ উদ্দিন আকাশ বলেন, “তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র মেরামতের যে রূপরেখা ঘোষণা করা হয়েছে, তা দেশকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছি। লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় তরুণসহ ছাত্রদলের কর্মীরাও অংশগ্রহণ করেন। ধানের শীষের পক্ষে চলমান গণসংযোগ আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।