দেশনেত্রী বেগম জিয়ার অসুস্থতা পুরো দেশকে ভারাক্রান্ত করেছে – হাবীব আজম

 

আহমদ বিলাল খানঃ

দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসী সকলের দোয়া ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং ভবিষ্যতেও মানবিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে দ্যা রেড জুলাই রাঙ্গামাটি টিম। মাহফিলে জেলা পরিষদের সদস্য হাবীব আজম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা পুরো দেশকে ভারাক্রান্ত করেছে। তার দ্রুত আরোগ্য কামনায় আমাদের সার্বিক প্রার্থনা অব্যাহত থাকবে।মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাঙ্গামাটি শহরের কালেক্টরেটের জামে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে দ্যা রেড জুলাই রাঙ্গামাটি টিম। দ্যা রেড জুলাই রাঙ্গামাটি টিমের সভাপতি মো. তানেইম ইবনে আলমের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম, মিনহাজ মুরশিদ, কার্যনির্বাহী সদস্য আল যুবায়েদ প্রমুখ।মাহফিলে বিএনপি রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন তার বক্তব্যে বলেন,
“দেশবাসীর কাছে আকুল আবেদন— সবাই যেন আপোষহীন দেশনেত্রীর জন্য দোয়া করেন। তার দ্রুত সুস্থতা এই জাতির প্রত্যাশা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল হাশেম।