আকাশ প্রদীপ সমাপনীতে অ্যাড. দীপেনের উন্নয়ন প্রতিশ্রুতি

 

ডেস্ক রিপোর্ট:

বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম। সকলের শান্তি ও মঙ্গল কামনা করাই এই ধর্মের মূল শিক্ষা। দীর্ঘদিন ধরে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই পাহাড়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এখন সময় এসেছে, যুগের সাথে তাল মিলিয়ে ধর্মীয় আচার–অনুষ্ঠানের পাশাপাশি সমাজ উন্নয়নে আমাদের ভূমিকা আরও বাড়াতে হবে”— মন্তব্য করেছেন রাঙামাটির ২৯৯নং আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। সোমবার (৮ ডিসেম্বর) সকালে নানিয়ারচর উপজেলার মংখোলা পূর্বারাম বন বিহারে বুদ্ধের চুল ধাতু চুলামুনি চৈত্যকে কেন্দ্র করে আয়োজিত মাসব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জ্বলন সমাপনী অনুষ্ঠানে প্রধান পূণ্যার্থী হিসেবে উপস্থিত হয়ে তিনি এ বক্তব্য দেন। পূজনীয় ভিক্ষুসংঘের আগমনে বিনম্র বন্দনা জ্ঞাপন করে অ্যাড. দীপেন বলেন, আমরা যেভাবে একসাথে ধর্ম পালন করি, ঠিক একইভাবে সমাজ উন্নয়নেও ঐক্যবদ্ধ থাকতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আপনারা ঐক্য ও সমর্থন বজায় রাখবেন বলে আশা করি। নির্বাচিত হলে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলসহ সার্বিক উন্নয়ন অব্যাহত রাখবো।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহারের আবাসিক অধ্যক্ষ করুণা ভান্তে। এসময় আরও উপস্থিত ছিলেন—রাঙামাটি জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান,
সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার,
সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন,
রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শিবলী শান্তি চাকমা,
হেডম্যান প্রভাত রঞ্জন চাকমা, এবং মংখোলা পূর্বারাম বনবিহার পরিচালনা কমিটির সদস্যসহ এলাকার শ্রদ্ধাবান পূণ্যার্থীবৃন্দ। স্বাগত বক্তব্যে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণীত রঞ্জন খীসা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় উন্নয়ন বিষয়ে আলোকপাত করেন। এর আগে মংখোলা পূর্বারাম বনবিহারের ঘাটে পৌঁছালে দলের নেতাকর্মীরা অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে ফুল দিয়ে বরণ করে নেন।