কাপ্তাই চন্দ্রঘোনা ২নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

চন্দ্রঘোনা (কাপ্তাই) প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ ডিসেম্বর শুক্রবার, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন শাখার নির্দেশে ২নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে রেশন বাগান আনসার ক্যাম্প জামে মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন যুব দলের সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন মিলন। এ সময় আরও উপস্থিত ছিলেন—যুগ্ম আহবায়ক মোঃ লোকমান,
কাপ্তাই উপজেলা ছাত্র দলের সদস্য হৃদয়,
৭নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিন উদ্দিন ইমন, ১নং ওয়ার্ড যুব দলের সাংগঠনিক সম্পাদক মোঃ রহিম প্রমুখ। দোয়া মাহফিল আয়োজন করেন আগামীর ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী মোঃ মুন্না। এ ছাড়া ২, ১ ও ৭নং ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন। এই সময় প্রধান অতিথি মোঃ ইসমাইল হোসেন মিলন বলেন, গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা আমাদের সবার আকাঙ্ক্ষা। তাঁর দ্রুত আরোগ্যের জন্য এই দোয়া মাহফিলের আয়োজন অত্যন্ত সময়োপযোগী। যুবদল সবসময় গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাবে। তিনি উপস্থিত সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং দেশনেত্রীর আশু সুস্থতা কামনা করেন। শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।