
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালন করতে রাঙামাটির কাপ্তাইয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, কাপ্তাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশিদসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও এনজিও প্রতিনিধি। সভায় কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। তিনদিনব্যাপী বিজয় মেলা এবং কর্ণফুলী মাঠে স্কুল-কলেজ সমূহের অংশগ্রহণে কুচকাওয়াজ, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতি তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস সফলভাবে উদযাপনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।





