প্রেস বিজ্ঞপ্তি,
(আজ বুধবার ০৬ জুলাই, ২০২৩) সরকারকে বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এক বিবৃতিতে বলেছেন, উত্তর পূর্বাঞ্চলে সুরমা, কুশিয়ারা এবং উক্তরাঞ্চলে দুধকুমার, ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে যাওয়া এবং লাগাতার বৃষ্টির কারনে গাইবান্ধা, জামালপুর, কুড়িগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা এলাকায় বন্যা দেখা দিয়েছে, বিশেষকরে সিলেট ও নেত্রকোনার পরিস্থিতি খারাপ হচ্ছে। সেখানে পানিবন্দি রয়েছে লাখো লাখো মানুষ। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারকে অতিদ্রæত পদক্ষেপ নিতে হবে। উজানের পানির ¯্রােতে যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গনের কারণে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ অনেক জায়গা জমি ও ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এই নদী ভাঙ্গন প্রতিরোধে সরকারকে জরুরীভাবে পদক্ষেপ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনকরে নদী ভাঙ্গনের হাত থেকে তাদের রক্ষা করতে হবে।
বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন. সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মতো করে স্বজনের মতো হয়ে দু’হাত প্রসারিত করে মানুষের পাশে দাঁড়ান। তাদের জন্য খাদ্য, বস্ত্র ও বাসস্থান এর ব্যবস্থা করে দিন। যার কাছে যা আছে তাই দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি বলেন মানবতার চেয়ে বড় কোন ধর্ম নাই, এটাই আমাদের দলের এবং নেতা এরশাদের আদর্শ।
বার্তা প্রেরক
(গোলাম মসীহ্)
মাননীয় বিরোধী দলীয় নেতার
রাজনৈতিক সচিব ও সদস্য সচিব
জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি
জাতীয় পার্টি
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.