প্রেস বিজ্ঞপ্তি,
জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, মরহুম সারোয়ার হোসেন টিটু’র জাতীয় পার্টিতে সংগ্রাম ও আন্দোলনের ভূমিকা জাতীয় পার্টির নেতা-কর্মীরা ও অঙ্গ সংগঠন গুলোর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। টিটু ছিল দলের জন্য একজন নিবেদিত প্রাণ। আমরা দেশপ্রেমিক নেতাকে ২৩ বছর আগে হায়িয়েছি। বেগম রওশন এরশাদ মরহুম সারোয়ার হোসেন টিটুর বিদেহী আত্মার জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে মাগফেরাত কামনা করেন। আজ বিকাল ৩ টায় জাতীয় পার্টির গুলশান¯’ দলীয় কার্যালয়ে সাবেক ছাত্রনেতা সারোয়ার হোসেন টিটু’র ২৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এক টেলিকনভারেন্সের মাধ্যমে বেগম রওশন এরশাদ এসব কথা বলেন।
ছাত্র সমাজের সাবেক সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন রাজুর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন; সাবেক রাষ্ট্রদুত ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব -গোলাম মসীহ্ । প্রধান অতিথির বক্তৃতায় গোলাম মসীহ্ বলেন, ছাত্র-রাজনীতিতে টিটু ছিল একজন ডায়নামিক চরিত্র যা বর্তমানে ছাত্রনেতাদের অনুসরন করা উচিত। টিটু সবসময়ই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ে সো”চার ছিলেন। সভাপতির বক্তৃতায় ইকবাল হোসেন রাজু বলেন, টিটু ছিল আমার দীর্ঘদিনের সহকর্মী, টিটুর মত একজন নিবেদিত ছাত্র নেতাকে অকালে হারিয়েছি। আমি আজও তার অভাব অনুভব করি। সভায় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা-আজিজ চৌধুরী, মুজিবুর রহমান মুজিব, ওয়াহিদুল ইসলাম তরুণ, কামাল হোসেন, আজমল হোসেন জিতু, এড. ইমদাদুল হক ও প্রমুখ। উল্লেখ্য যে, সারোয়ার হোসেন টিটু ছিলেন সোহরোয়ার্দী কলেজ ছাত্র সংসদের ভিপি, কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক যুগ্ম সম্পাদক।
বার্তা প্রেরক
(জামাল উদ্দিন জামাল)
প্রেস সচিব
সম্মেলন প্র¯‘তি কমিটি
জাতীয় পার্টি
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.