নিজস্ব প্রতিবেদকঃ
সাংবাদিক কামাল উদ্দিনের উপরে ওতর্কিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা গত ২৫ মে ২০২৩ তারিখে আনুমানিক রাত সাড়ে ১১ টায় অজ্ঞাত ও ১৫ থেকে ২০ জন একটি কিশোর গ্যাং চক্র এসে সাংবাদিক কামালের সঙ্গে কোন ধরনের কথা ছাড়াই মারধর শুরু করে।
ওই সময় কিশোর গ্যাং চক্রের পূর্বের পরিচিত দুইজন সদস্যকে চিনতে পারে তারা হলেন কিশোর গ্যাং লিডার ফারুক প্রকাশে প্রতারক (৩৪) আরেকজন হলেন সাদ্দাম প্রকাশে ইয়াবা সাদ্দাম (৩০) এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে নগরের বায়েজিদ বোস্তামী থানায় রয়েছে একাধিক অভিযোগ।
এ সময় সাংবাদিকরা মোঃ কামাল উদ্দিনের জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি ইব্রাহিম সাহেবের দোকানে এসে চা দিচ্ছি হঠাৎ করে দেখি সিএনজি চালক ফারুক ও বিএনপি জামাত জুটের সদস্য ইয়াবা সাদ্দাম আরো ১৫ থেকে ২০ জন লোক দোকানের চারদিক থেকে এসে আমাকে জড়িয়ে ধরে বিভিন্ন দিগতেক থেকে মারধর শুরু করে আমি বেশি কিছু আর জানিনা আমার সাথে তার পূর্বের কোন শত্রুতা নেই এখন আমি এ ঘটনার বিচার চাই।
এসময় ঘটনা শেষ দিকে এসে সাংবাদিক কামাল উদ্দিনকে হাসপাতালে নিয়ে গেলেন জাহাঙ্গীর (৪০) নামক এক ব্যক্তি তার কাছে সাংবাদিকরা জিজ্ঞেস করলে তিনি বলেন, সাংবাদিক কামাল উদ্দিনের কোনো দোষ নেই আমি দোকানে বসে চা খাচ্ছে আমি আমার গাড়ি নিয়ে আরফিন নগর গেছি এসে দেখি সাংবাদিক কামাল উদ্দিনকে সন্ত্রাসী ফারুকের স্ত্রী কলার চেপে ধরেছেন আর ফারুক সহ কয়েকজন মারধর করতে ছেন ও আমার তালের দোকান থেকে ১৮০০ শত টাকা নিয়ে গেছে ফারুকের লোক জন এখন আমি এ ঘটনার বিচার চাই।
দোকানদার ইব্ররাহিম বলেছেন আমার দোকানে এসে ফারুক সাংবাদিক ও মানুষ মারার উনুমতি কে তাকে ও আমার দোকানের ৭৬০০ টাকার অধিক মালামাল লুট করে নিয়ে গেছে কিশোর গ্যাং ফারুকের নেতৃত্বে যে লোক জনেরা এসেছিলো তারা আমি আমার মালামাল চাই ও এ সাংবাদিক কামাল উদ্দিনের উপরে ওতর্কিতভাবে মারধর করেছেন তাদের বিচার চাই।
রবিউল সাংবাদিকদের বলেন আমি এখনে এসে সাংবাদিক কামাল উদ্দিনের উপরে মারধর করে চলে যাচ্ছে যাওয়ার সময় শুনেছি এক জন আরেক জনকে ডাক দিয়েছে সাদ্দাম চল চলে যাই এটুক আমি শুনেছি
এ সময় আরো কিছু তথ্য জানার জন্য এত সব অভিযোগ যার বিরুদ্ধে তাকে কল করলে তার স্ত্রী কল রিসিভ করেন সাংবাদিক পরিচয় দেওয়ার পরেই বলে আমার জিজ্ঞাসা করার আপনি কে এই বলে ফোন কেটে দেন।
এঘটনায় চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ অভিযোগ করা হয়েছে এলাকায় বাসীর দাবি অপরাধীদের আইনের আওতায় আনা হোক।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.