ঢাকা ব্যুরো অফিসঃ
গত ২২ শে মে, সোমবার তারিখে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন “সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ” (ছওয়াব)-এর পরিচালিত হেলথ কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ছওয়াব এর বাগ্নীবাড়ি, বিরুলিয়া, সাভার শাখা অফিসে হেলথ কেয়ার সেন্টার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস. এম. রাশেদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ছওয়ার এর নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, গবেষক এবং সাবেক ব্যাংক কর্মকর্তা ড. মোঃ নুরুল ইসলাম; ডিরেক্টর অপারেশনস মোহাম্মাদ আফতাবুজ্জামান; হেড অব প্রোগ্রাম মোঃ লোকমান হুসাইন তালুকদার, সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু সাইদ মোল্লা, মেডিকেল অফিসার ড. রিফাত বিন রহমান নাইমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ চান মিয়, প্যানেল চেয়ারম্যান, মেম্বার ৪ নং ওয়ার্ড বিরুলিয়া ইউনিয়ন পরিষদ, সহ-সভাপতি, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এবং মোসাঃ শাহিদা বেগম, মেম্বার, সংরক্ষিত মহিলা
আসন, বিরুলিয়া ইউনিয়ন পরিষদ, সাভার, ঢাকা। উক্ত হেলথ কেয়ার সেন্টারে বিশেষজ্ঞ মেডিকেল অফিসার দ্বারা বিনামূল্যে ডাক্তারের পরামর্শ প্রদান এবং ঔষধ সরবরাহ করা হবে বলে অনুষ্ঠানে ঘোষণা প্রদান করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ বলেন যে, ছওয়াবের উক্ত হেলথ কেয়ার সেন্টারের মাধ্যমে অত্র এলাকার গরিব, দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধের সরবরাহ করা হলে উপকারভোগীরা আর্থিকভাবে লাভবান হবে। উল্লেখ্য, ছওয়াব ১৯৯৫ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় হত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নানাবিধ উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের
বাগ্নীবাড়ি গ্রামে ছওয়াব হেলথ কেয়ার সেন্টার চালু করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.