প্রকাশ্য জনসমাবেশ থেকে রাস্ট্র নায়ক শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বিএনপি আবারও প্রমান দিয়েছে তারা খুনী ও সন্ত্রাসীদের সংগঠন,দেবাশীষ পাল দেবু

 

ইমাম হোসেন জীবন বিশেষ প্রতিনিধি চট্টগ্রামঃ

বঙ্গবন্ধু কন্যা মামনীয় প্রধান মন্ত্রী রাস্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে জনসভায় হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপি আহবায়ক আবু সাঈদ চাদঁ এর গ্রেফতারের দাবিতে আজ বিকাল তিনটায় চট্টগ্রাম বন্দর পোর্ট কলোনী নতুন মার্কেট চত্বর থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রয়ী কার্যনিবাহী কমিটি কর্তৃক ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতা মেঃ সালাউদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মিজান ও আবু নাসের জুয়েলের সঞ্চালনায় এ-সময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু,নুরনবী পারভেজ, জমিল আহমেদ মিলন, সালাউদ্দিন মিন্টু,মোঃ লোকমান,
মোঃ ইমতিয়াজ বাবলা,এম. রাশেদ চৌধুরী,জাহিদ হোসেন খোকন,ফরহাদ আব্দুল্লাহ্, কাজী মোঃ আরিফ,সোহেল রানা,
এমরান হোসেন,মোঃ শরীফ সারোয়ার হোসেন,মারুফুল ইসলাম মারুফ,মোঃ সাজিবুল ইসলাম সজিব,ফারুক হোসেন সুমন,রেজাউল করিম মামুন, মোশারফ আলী শাপলু,শাহাজাহান বাপ্পি, নুরুল আজিম বাবুল,হোসেন আহমদ কিরন,মনিরুল হক মনির আমির হোসেন জুয়েল,আবদুর জব্বার জনি,টিপু খাঁন,
মোস্তফা মামুন ভূঁইয়া,তানভীর বিন হাসান,মোঃ হনিফ,মাহামুদুর রহমান বাপ্পি,আলী নুর রুবেল,মোঃ আরমান,মোঃ শোয়েব,
নুরে এলাহী সানি,ওমর ফারুক,মিন্টু আহমেদ,মোহাম্মদ ফরিদ
ইউসুফ সানি,ইমরান জনি,জাওয়াদ আল হাসিব বাবন,
নজরুল ইসলাম,প্রণব নাথ,মোমিনুল হক মাসুম,মোঃ রোকনউদ্দিন,মোঃ সোহেল সুজন কুমার দাশ,শাহনেওয়াজ শাকিন,ইব্রাহীম খলিল সাদ্দাম,হোসনে মুরান মাহিন,জাবেদ খান জুয়েল,মোঃ সাগর,মোমিনুল হক বাপ্পি,জাবেদ উল্ল্যাহ রনি,
আলাউদ্দিন সোহেল,আরিফুল হক,মাসুদ আরাফাত,মোহাম্মদ সায়মন,ইউনুস শুভ,ফিরোজ আলমহৃদয় কুমার দাশ,
জালাল উদ্দিন রাফসি,রবিউল হোসেন,আকবর জুয়েল
সৈয়দ সুলতান ফাহিম,নুরুল ইসলাম রিয়াদ,আবিদ হাসান,
সৌরেন বড়ুয়া রিও,কৌশিক রায় পলাশ চক্রবর্তী,জয় দাশ,
সজীব কান্তি দাশ,মোঃ ইসরাফিল নজরুল ইসলাম সোহেল,দিদারুল আলম,আলাউদ্দিন চৌধুরী,মোঃ রাসেল,
মোহাম্মদ শামসু,মোহাম্মদ মোশাররফ,আতাউল্লাহ্,
জাহিদ হাসান অনন্ত,রুমন মাইনুদ্দীন,ইসমাইল হোসেন শামীম
আশরাফ,তামিম,মাসুদ রানা রেহমান রাব্বী,মোঃ নবী
মোঃ সাকিব,শাহাব উদ্দীন শাবু মোঃ শিহাব উদ্দিন,ফাতিন প্রমুখ। এসময় দেবাশীষ পাল দেবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনই একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা।যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ নেতৃত্বে যুবলীগ মাঠে থাকতে স্বাধীনতা বিরোধী বিএনপি জামাতের অসৎ উদ্দেশ্য সফল হতে দিবে না। বাংলাদেশের এই অর্জনকে নস্যাৎ ও উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধিকে ধ্বংস করার লক্ষ্যে স্বাধীনতাবিরোধী এবং দেশ, জাতি ও রাষ্ট্রবিরোধী চক্র বিএনপি-জামায়াত জোট প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে বারবার।