মানিকগঞ্জ প্রতিনিধিঃ
গত ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় ঔষধের মান ও সঠিক বিক্রয় নিশ্চিতকরণে জেলা কার্যালয়, ঔষধ প্রশাসন মানিকগঞ্জের একটি প্রতিনিধি দল ব্যাপক পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে।
পরিদর্শনকালে হরিরামপুর উপজেলার বলড়া বাজার, কান্ঠাপাড়া বাজার, লেছড়াগঞ্জ বাজার, দিয়াবাড়ি বাজার, চালা বাজার, ঝিটকা বাজার এবং হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার বিভিন্ন ফার্মেসি পরিদর্শন করা হয়। এ সময় নিবন্ধনবিহীন, নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় না করার বিষয়ে ফার্মেসি মালিক ও সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।
এছাড়া সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে রেবিস ভ্যাকসিন বিক্রির জন্য ফার্মেসি মালিক ও সেলস ম্যানেজারদের বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হয়। একই দিনে বিসিডিএস (বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি) হরিরামপুর উপজেলা শাখার উদ্যোগে ঝিটকা বাজার সংলগ্ন এলাকায় একটি জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন মানিকগঞ্জ জেলা কার্যালয়ের প্রধান মোঃ ফয়সাল ফুয়াদ চৌধুরী। তিনি উপস্থিত স্থানীয় ঔষধ ব্যবসায়ী, বিসিডিএস নেতৃবৃন্দ ও কেমিস্টদের উদ্দেশ্যে “ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩” যথাযথভাবে অনুসরণ করে ঔষধ সংরক্ষণ ও বিক্রয় কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। সভায় প্রেসক্রিপশন ছাড়া ওভার দ্য কাউন্টার (OTC) ঔষধ ব্যতীত কোনো ঔষধ, বিশেষ করে এন্টিবায়োটিক বিক্রয় না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ড্রাগ লাইসেন্স প্রাপ্তির লক্ষ্যে ADLRS প্রক্রিয়া সম্পর্কে কেমিস্টদের মৌলিক ধারণা প্রদান করা হয়।
মতবিনিময় সভাটি দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৬০ জন কেমিস্ট অংশগ্রহণ করেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2026 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.