আহমদ বিলাল খানঃ
রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বরকল উপজেলার সুবলং বাজারে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬ উপলক্ষ্যে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুর্গম পাহাড়ি জনপদে সরাসরি সাধারণ মানুষের কাছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে এ কর্মসূচির আয়োজন করে জেলা তথ্য অফিস, রাঙামাটি। সোমবার (১২ জানুয়ারি) উপজেলার দুর্গম এলাকায় দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস রাঙামাটির উপপরিচালক রাহুল বনিক। তিনি বলেন, রাঙামাটির অনেক এলাকা দুর্গম হওয়ায় মানুষ সঠিক তথ্য থেকে বঞ্চিত থাকে। জেলা তথ্য অফিস সেই ঘাটতি দূর করতে পাহাড়ের প্রত্যন্ত এলাকায় গিয়ে জনগণের সঙ্গে সরাসরি কথা বলছে। গুজব প্রতিহত করে গণভোট ও নির্বাচনের প্রকৃত তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, ভোট দেওয়া শুধু অধিকার নয়, এটি নাগরিক দায়িত্বও। সবাইকে নির্ভয়ে, সচেতনভাবে ও স্বতঃস্ফূর্তভাবে গণভোট ও নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। ১নং সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, জেলা তথ্য অফিস দুর্গম পাহাড়ি এলাকায় এসে যেভাবে মানুষকে সচেতন করছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। এর ফলে সাধারণ মানুষ গণভোট ও নির্বাচনের গুরুত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা পাচ্ছে। এতে আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নম্পিতসহ বাজার কমিটির সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় এক বাসিন্দা বলেন, আমাদের মতো দুর্গম এলাকার মানুষের কাছে জেলা তথ্য অফিসের কর্মকর্তারা এসে যে তথ্য দিচ্ছেন, তাতে অনেক বিভ্রান্তি দূর হচ্ছে। উঠান বৈঠকের মাধ্যমে জেলা তথ্য অফিস, রাঙামাটি প্রমাণ করেছে যে দুর্গম পাহাড়ি এলাকাতেও জনগণকে সঠিক তথ্যের আওতায় আনতে তারা সক্রিয় ও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2026 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.