কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি এলাকায় ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম মোঃ জামাল হোসেন (৩০)। তিনি কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিতিঙ্গাছড়ি পাড়ার বাসিন্দা এবং মৃত সৈয়দ মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) বিকেল আনুমানিক পাঁচটার দিকে জামাল হোসেন নিজ বসতঘরের সিলিংয়ের সঙ্গে নিজের ব্যবহৃত মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে তার মা ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে কাপ্তাই থানায় বিষয়টি অবহিত করেন।
সংবাদ পেয়ে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন। ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসেম নিহতের পরিচয় নিশ্চিত করে জানান, জামাল হোসেন একসময় সিএনজি চালক ছিলেন। ঘটনার সময় তার স্ত্রী বাবার বাড়িতে অবস্থান করছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। এ বিষয়ে কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। নিহতের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2026 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.