আহমদ বিলাল খানঃ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা তথ্য অফিসের উদ্যোগে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের যৌথখামার নিচ পাড়া এলাকায় একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে এ কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বনিক। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব জেলা তথ্য অফিস পালন করে যাচ্ছে। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তি যেন ছড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হয় এবং জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্র পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি ভোটারের দায়িত্ব হলো শান্তিপূর্ণ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করা। জেলা তথ্য অফিসের মাধ্যমে ভোটারদের মাঝে নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালু থাকবে বলেও জানান তিনি। এলাকার গণ্যমান্য ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য রাখেন নির্মল মারমা শ্রমণ ও সুইচিংও মারমা। তাঁরা মারমা ভাষায় স্থানীয় জনগণকে ভোটার হিসেবে নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে অবহিত করেন এবং গণভোট ও নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রশ্নোত্তর পর্বে ভোটাররা গণভোট ও নির্বাচন বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন, যার উত্তর দিয়ে জেলা তথ্য অফিসের প্রতিনিধিরা জনগণের মাঝে আরও স্পষ্ট ধারণা তুলে ধরেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2026 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.