আহমদ বিলাল খানঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষগুলো আজ চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। এই দুর্যোগের সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও সামাজিক দায়িত্ব এমন মন্তব্য করে ওয়ার্ল্ড পিস অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি শিক্ষক অরূপ মুৎসুদ্দী বলেন, সংগঠনটি ভবিষ্যতেও দুর্গত মানুষের পাশে থাকবে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রাঙামাটি পুরাতন বাসস্টেশন এলাকায় অগ্নিদুর্গতদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। শীতের তীব্রতায় কষ্ট লাঘব করতে সংগঠনের রাঙামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে এই মানবিক কর্মসূচি আয়োজন করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা স্বপন মল্লিক, অর্থ সম্পাদক অসীম চক্রবর্তী শংকু, প্রচার সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দিন, সদস্য মো. শহিদুল ইসলাম, বাবুল মজুদ্দার ও রতন মহাজনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে শীতবস্ত্র তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় বক্তারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকেই জীবিকার সবকিছু হারিয়েছে। সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে তাদের ঘুরে দাঁড়ানো সহজ হবে। উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ভোর আনুমানিক ৪টার দিকে রাঙামাটি পুরাতন বাসস্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বাস ও চারটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। এতে বহু পরিবার মারাত্মক ক্ষতির মুখে পড়ে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2026 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.