ঝুলন দত্ত কাপ্তাইঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে গণভোটের গুরুত্ব তুলে ধরা, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ ও নারী ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে রাঙামাটির কাপ্তাইয়ে একটি উন্মুক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ভোট প্রদান প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব।
কাপ্তাই সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা।
বৈঠকের শুরুতে ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে উপস্থিত নারী ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করা হয়।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2026 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.