চৌধুরী মুহাম্মদ রিপনঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) স্কুলে “খালেদা মুজাহিদ টেক সেন্টার” উদ্বোধন করা হয়েছে। বেসরকারি সংস্থা যত্ন ফাউন্ডেশনের অর্থায়নে, প্যারাডাইস শিফট এডুকেশন ইনক-এর বাস্তবায়নে এবং কর্ণফুলী পেপার মিলস স্কুলের সহযোগিতায় রবিবার (৪ জানুয়ারি) নবনির্মিত এই কম্পিউটার ল্যাবরেটরির উদ্বোধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেপিএম লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ। কেপিএম স্কুলের শিক্ষক আব্দুল্লাহ আল মাবুদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যত্ন ফাউন্ডেশনের কো-ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট নাসরিন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, আধুনিক শিক্ষার জন্য তথ্যপ্রযুক্তি জ্ঞান অপরিহার্য। এই টেক সেন্টারের মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটারভিত্তিক শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ পাবে, যা তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে। কেপিএম সবসময় শিক্ষাবান্ধব ও উন্নয়নমূলক কার্যক্রমের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সিবিএ নেতৃবৃন্দ, কেপিএম স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, যত্ন ফাউন্ডেশনের এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা বৃদ্ধি পাবে এবং তাদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে এই টেক সেন্টার একটি কার্যকর সংযোজন হিসেবে কাজ করবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2026 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.