চৌধুরী মুহাম্মদ রিপনঃ
কাপ্তাইয়ের কেপিএম ব্রিকফিল্ড মাঠে চন্দ্রঘোনা খেলোয়াড় কল্যাণ জুনিয়র খেলোয়াড়দের
ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ৫ম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বিকাল ২টা ৩০ মিনিটে উৎসবমুখর পরিবেশে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
চন্দ্রঘোনা খেলোয়াড় কল্যাণ জুনিয়র খেলোয়াড়দের উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলা
মোঃ আরিফ হোসেন সভাপতিত্বে, রিয়াজ উদ্দিন আকাশের সঞ্চালনায় ফাইনাল খেলায় কেপিএম বয়েজ ক্লাব ও কেপিএম ব্লাড লাইন মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ট্রাইব্রেকারে গড়ায় ম্যাচটি। ট্রাইব্রেকারে কেপিএম ব্লাড লাইন ২-১ গোলে কেপিএম বয়েজ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে.পি.এম লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহীদ উল্ল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ রহমত উল্ল্যাহ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার আসলাম খান, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু এবং কে.পি.এম হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হুদা। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ শাহ আলম। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন কায়ছারুল হাসান শাওন ও ইখতিয়ার উদ্দিন হৃদয়। প্রধান অতিথির বক্তব্যে মোঃ শহীদ উল্ল্যাহ বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়—এটি শৃঙ্খলা, দলগত ঐক্য ও নেতৃত্বের শিক্ষা দেয়। যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি ফুটবলসহ সকল খেলাধুলার উন্নয়নে কেপিএম-এর পক্ষ থেকে সবসময় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। গত ১৬ ডিসেম্বর টুর্নামেন্টটির যাত্রা শুরু হয়। পুরো টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও দর্শকদের ব্যাপক উপস্থিতিতে কেপিএম ব্রিকফিল্ড মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। ফাইনাল খেলাটি মাঠে উপস্থিত শত শত দর্শক উপভোগ করেন।
খেলার ধারাভাষ্যকার হিসেবে সিজান আহমেদ সাগর তার সাবলীল ও প্রাঞ্জল বাচনভঙ্গিতে পুরো খেলার রোমাঞ্চ দর্শকদের সামনে তুলে ধরেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2026 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.