কাপ্তাই প্রতিনিধি :
বিএনপি র নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনায় রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারী শুক্রবার জুম্মা নামাজের পর কাপ্তাইয়ে চন্দ্রঘোনা ইউনিয়নের পুকুরপাড় বাইতুল ফালাহ জামে মসজিদে ৭নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপি সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, এ ছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন মিলন বলেন, মরহুম বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র রক্ষার প্রতীক ছিলেন। তাঁর আদর্শ, ত্যাগ ও সংগ্রাম আগামী প্রজন্মের জন্য পথনির্দেশক হয়ে থাকবে। তাঁর রুহের মাগফিরাত কামনায় আজকের এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে ডা. রহমত উল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং দেশবাসীকে তাঁর আদর্শে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম নেত্রীর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2026 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.