মো. আবদুল হকঃ
বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এম. এ. সাত্তার খানের সহযোগিতায় মানিকগঞ্জের হরিরামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা চত্বরে এক হাজার শীতার্ত ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণকালে হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহি, সাধারণ সম্পাদক আবিদ হাসান আবেদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সদ্য প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতি মাহিদুল ইসলাম মাহি বলেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সাত্তার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব এম. এ. সাত্তার খানের পক্ষ থেকে হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের তত্ত্বাবধানে এক হাজার শীতার্ত ও অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি সমাজের সামর্থ্যবানরা শীতার্ত মানুষের পাশে এগিয়ে এলে তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2026 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.