মোঃখোরশেদ আলম
বিশেষ সংবাদদাতাঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বাতিসা রয়েল হোস্ট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ইভিপি ও কুমিল্লা ডিভিশন ইনচার্জ মুঃ মোজাম্মেল হক শাহীন। কোম্পানীর চৌদ্দগ্রাম জোন সাবী ইনচার্জ নুর আহমদ মজুমদারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কোম্পানীর এসভিপি ও কুমিল্লা সার্ভিস সেন্টারের ইনচার্জ এএসএম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জিএম-২ ও কুমিল্লা সার্ভিস সেন্টার সাবীর ইনচার্জ আয়াত উল্যাহ, চৌদ্দগ্রাম জোন একক’র ইনচার্জ আবু ইউসুফ ভুঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীর চৌদ্দগ্রাম অফিস একক ইনচার্জ মুজিবুল ইসলাম, মিয়াবাজার সাংগঠনিক অফিস একক ইনচার্জ রুহুল আমিন, মুন্সিরহাট সাংগঠনিক অফিস একক ইনচার্জ আমির হোসাইন, চৌদ্দগ্রাম সদর অফিস সাবী ইনচার্জ এম এ নোমান, নাঙ্গলকোট সাংগঠনিক অফিস সাবী ইনচার্জ রাশেদ হোসেন। সভায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের চৌদ্দগ্রাম জোন অফিসের অধীনে সকল সাংগঠনিক অফিস ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.