
বিশেষ প্রতিনিধি
চন্দনাইশ থানা পুলিশ কর্তৃক চৌকস অভিযান পরিচালনা করে ০১টি সিআর, ০১টি জিআর পরোয়ানাভুক্ত ০২ জন আসামী গ্রেফতার।
১৫মে (সোমবার) দিবাগত রাত চন্দনাইশ থানা পুলিশ অভিযান পরিচালনা করে জামিরজুরি এলাকা হতে সিআর মামলা নং-৯৭/২০২৩ (চন্দনাইশ) ধারা-৩২৩/ ৫০৬ (২) দ: বি: এর আসামী রুপন দাশ (৩৭), পিতা-সুভল দাশ, সাং-জামিরজুরি, বড়ুয়া পাড়া, প্রাথমিক বিদ্যালয়ের পিছনে, দোহাজারী পৌরসভা, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।
জিআর- ২৯৪/২২, এর আসামী মো: ফয়সাল হাসান, পিতা-ছালামত খান, সাং-পশ্চিম কেশূয়া, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রামকে পশ্চিম কেশূয়া এলাকা হতে গ্রেফতার করা হয়।
আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তথ্য নিশ্চিত করেছেন চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।