কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলা মহিলা দলের উদ্যোগে শনিবার (৬ ডিসেম্বর) চিৎমরম বৌদ্ধ বিহারে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ আয়োজিত অষ্টপরিস্কার ও মহাসংঘদান অনুষ্ঠান–২০২৫ এ আগত হাজারো পুণ্যার্থীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন কাপ্তাই উপজেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার। উপস্থিত ছিলেন—২ নং রাইখালী ইউনিয়ন মহিলা দলের সভাপতি নাছিমা বেগম, ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন মহিলা দলের সভাপতি ছালেহা বেগম,
উপজেলা মহিলা দলের সদস্য খুরশিদা আক্তার।
এসময় মহিলা দলের সভাপতি পারুল আক্তার রাঙ্গামাটি–২৯৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট দিপেন দেওয়ান–এর পক্ষে ধানের শীষে ভোট চান। তিনি বলেন—দেশকে সঠিক পথে এগিয়ে নিতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা আজ সময়ের দাবি। জনতাই পরিবর্তন আনে—এই পরিবর্তনের নেতৃত্ব দেবেন এডভোকেট দিপেন দেওয়ান। রাঙ্গামাটি–২৯৯ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করতে হবে। আপনারা সবাই ধানের শীষে ভোট দিন, উন্নয়ন–অধিকার–গণতন্ত্রের পক্ষে অবস্থান নিন।”
পারুল আক্তার আরও বলেন—মহিলা সমাজ এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। আমরা ঘরে ঘরে গিয়ে ৩১ দফার বার্তা পৌঁছে দেব। জনগণই আমাদের শক্তি, আর ধানের শীষই মুক্ত গণতন্ত্রের প্রতীক।”
আনুষ্ঠানিকতা শেষে নারী নেতৃবৃন্দ পুণ্যার্থীদের হাতে লিফলেট বিতরণ করেন এবং বিএনপির চলমান রাজনৈতিক কর্মসূচির প্রতি সমর্থন কামনা করেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.