কাপ্তাই চন্দ্রঘোনা ৭নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

চৌধুরী মুহাম্মদ রিপনঃ

আজ ৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ‘গণতন্ত্রের মা’, সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন শাখার নির্দেশে ৭নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বারঘোনিয়ার বায়তুল সালাম জামে মসজিদে পবিত্র এশার নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলু।
এছাড়াও উপস্থিত ছিলেন ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ শহীদুল ইসলাম শহীদ, সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন মিলন, যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য মোঃ ইয়াছিন, মোঃ মুন্না,
৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মহিন উদ্দিন মহিন, সাধারণ সম্পাদক মোঃ আরিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিন উদ্দিন ইমন, এছাড়া ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ফরহাদ, সাধারণ সম্পাদক মোঃ জহির রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল, সাংগঠনিক সম্পাদক মোঃ রহিমসহ এক ও সাতনং ওয়ার্ড যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলু বলেন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তিনি শুধু একজন নেত্রী নন তিনি দেশের মানুষের অধিকারের জন্য আজীবন লড়াই করে গেছেন। তার সুস্থতার জন্য আজ আমরা আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করছি। ইনশাআল্লাহ, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও গণতন্ত্রের যাত্রাকে এগিয়ে নিতে নেতৃত্ব দেবেন।
তিনি আরও বলেন, যুবদল সবসময় দেশনেত্রীর আদর্শে অনুপ্রাণিত। আমরা সংগঠিতভাবে জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে কাজ করে যাব। আজকের এই দোয়া মাহফিল শুধু তার সুস্থতার জন্য নয়—বরং দেশের শান্তি, স্থিতিশীলতা ও জাতির কল্যাণের জন্যও আমাদের সম্মিলিত প্রার্থনা। অন্তরভরা মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করা হয়।