কাপ্তাই প্রতিনিধিঃ
৩ ডিসেম্বর বুধবার বাদ এশার । সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১-নং চন্দ্রঘোনা ইউনিয়ন শাখার নির্দেশে ১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বারঘোনিয়া বায়তুল নুর জামে মসজিদে পবিত্র এশার নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিল এ
উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মামুন,
কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলু, ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ শহীদুল ইসলাম শহীদ, সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন মিলন, যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য মোঃ পারভেজ, মোঃ ইয়াছিন। ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ফরহাদ, সিনিয়র সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ জহির রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল, সাংগঠনিক সম্পাদক মোঃ রহিম, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মহিন উদ্দিন মহিন ও এক ও সাত নং ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলু। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জীবনভর সংগ্রাম করে গেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ। জাতির এই সংকটময় মুহূর্তে আমরা যুবদলসহ সকল স্তরের জনগণ তার সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন—এটাই আমাদের একান্ত কামনা। তিনি আরও বলেন, যুবদলের প্রতিটি কর্মীকে দেশনেত্রীর সার্বিক সুস্থতার জন্য দোয়া করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। বক্তব্য শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.