চৌধুরী মুহাম্মদ রিপন:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় রাঙামাটির কাপ্তাইয়ে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর চন্দ্রঘোনা বারঘোনিয়ার বায়তুল নূর জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাবেক বিএনপি নেতা মো. রুহুল আমিনের ব্যক্তিগত উদ্যোগে আয়োজন করা এই দোয়া মাহফিলে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে অংশ নেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। এছাড়া দল–মত–ধর্ম নির্বিশেষে সাধারণ মুসল্লিরাও অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপি পরিবারের নয়, বরং দেশের কোটি মানুষের প্রত্যাশা। আমরা প্রার্থনা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জাতির নেতৃত্ব দেওয়ার সুযোগ পান। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.