মোঃ আবদুল হক,ঢাকা ব্যুরো অফিসঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং বয়ড়া ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষারের বহিষ্কারাদেশ অবশেষে তুলে নেওয়া হয়েছে। গত বুধবার (২৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তুষারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাহিদুর রহমান তুষারকে পূর্বে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তার আবেদন ও কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাহিদুর রহমান তুষার বলেন, তিনি দলের শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি তিনি জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার দিকনির্দেশনা মেনে আগামীতেও ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে কাজ করে যেতে চান।
স্থানীয়দের মতে, দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক সিদ্ধান্তের প্রতি দায়িত্বশীল থাকা যেকোনো গণতান্ত্রিক সংগঠনের জন্য অপরিহার্য। শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করে সংশ্লিষ্ট নেতাকে নতুনভাবে কাজের সুযোগ করে দেওয়ায় দলের অভ্যন্তরীণ সমন্বয় ও ঐক্য রক্ষা আরও সুদৃঢ় হবে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.