চৌধুরী মুহাম্মদ রিপনঃ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে মানববন্ধন, বর্ণাঢ্য র্যালি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। “নারী–কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা সদর সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। তিনি বলেন, “একসময় পত্র–পত্রিকা ও গণমাধ্যমেই মূলত নারী নির্যাতনের সংবাদ পাওয়া যেত। বর্তমানে এই হার অনেকটাই কমেছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে নারীর প্রতি সহিংসতার ঘটনা সমতলের তুলনায় কম। তবুও সম্পূর্ণভাবে নির্যাতন রোধ করতে হলে বাল্যবিবাহ প্রতিরোধ, কন্যা শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং নারীদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলার বিকল্প নেই। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিত্বে এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন—কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলু, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান। এছাড়া বক্তব্য রাখেন ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা এবং সাংবাদিক ঝুলন দত্ত। অনুষ্ঠানে কাপ্তাইয়ের বিভিন্ন অঞ্চল থেকে নারী নেত্রী, সংগঠক, গণমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রথাগত নেতা এবং নানা শ্রেণী–পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বিশেষ করে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.