কামরুজ্জামান, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা কৃষি ব্যাংকে কৃষকদের নামে ব্যাপক কৃষিঋণ ও এসএমই লোন জালিয়াতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৩ নভেম্বর, রোববার সকাল ১০টা ৩০ মিনিটে রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশনের পাঁচ সদস্যের একটি অভিযানিক দল বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য লংগদু কৃষি ব্যাংকে অভিযান পরিচালনা করে।রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে সহকারী পরিচালক রাজু আহমেদ, উপসহকারী মো. বোরহান উদ্দীন এবং সহকারী পরিদর্শক আবু ছাদেক অভিযানে অংশ নেন। অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, আটারকছড়া ইউনিয়নের প্রায় শতাধিক কৃষকের কাছ থেকে কৃষি প্রণোদনার কথা বলে ভোটার আইডি কার্ডের কপি ও ছবি সংগ্রহ করেন তৎকালীন এক নেতা। পরে তাদের নামে ৩৫ থেকে ৪০ হাজার টাকা করে ঋণ উত্তোলন করা হলেও কৃষকদের হাতে দেওয়া হয় মাত্র দুই হাজার টাকা। বাকি অর্থ আত্মসাৎ করে গা-ঢাকা দেন সংশ্লিষ্টরা।ভুক্তভোগীরা ব্যাংক থেকে নোটিশ পেয়ে দেখেন, তাদের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৮০ থেকে ৯০ হাজার টাকা। ভুক্তভোগীরা বলেন, এর সাথে জড়িত ছিলেন তখনকার ব্যাংক ম্যানেজার। তাঁর নেতৃত্বে বিশ্বস্ত দালালের মাধ্যমে ভুয়া আইডি কার্ড ও কাগজপত্র তৈরি করে বিভিন্ন মানুষের নামে ঋণ উত্তোলন করা হয়। বর্তমানে এসব ঋণের পরিমাণ প্রায় কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। দুদকের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকের বিরুদ্ধে যেসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে সেগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.