
কামরুজ্জামান, লংগদু,রাংগামাটি প্রতিনিধিঃ
রোজ শুক্রবার (২১তারিখ) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হস্তান্তরিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষা মেধার ভিত্তিতে নভেম্বর এর মধ্যেই সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ মিছিল! চাকরি প্রত্যাশীদের দাবি পরীক্ষা স্থগিত নয় ! মূল লক্ষ্য, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপিত মেধা মেধাভিত্তিক ৯৩% এবং কোটাভিত্তিক ৭% হারে নিয়োগ ও দ্রুত পরীক্ষার বাস্তবায়ন এবং নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।বৈষম্য দূর হোক “কোটা প্রথা নিপাত যাক “মেধাবীরা চাকরি পাক; পাশাপাশি আমাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (উপজাতি) ভাইদের প্রতি আহ্বান, অপপ্রচার না করে মেধাবৃত্তিক পরীক্ষায় অংশ গ্রহণ করে নিজেদের যোগ্যতা কে প্রমাণ করুন। চাকরি প্রত্যাশীদের দাবিগুলো হলো— সহকারী শিক্ষক নিয়োগে ৭% কোটা, ৯৩% মেধাভিত্তিক নিয়োগ; প্রশ্নপত্র ফাঁস–অনিয়মের অভিযোগের কারণে শিক্ষা ও জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রশ্নপত্র প্রণয়ন; জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ট্রেজারির মাধ্যমে প্রশ্নপত্র সংরক্ষণ; উত্তরপত্র মূল্যায়ন জেলা প্রশাসনের অধীনে করা; নিয়োগ পরীক্ষার আগে উপজেলা কোটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ; পরীক্ষা শেষে সকল পরীক্ষার্থীর নাম, রোল নম্বর ও ঠিকানা প্রকাশ করা। এদিকে জেলাপরিষদ চেয়ারম্যান জানান পূর্বঘোষিত তারিখকে কেন্দ্র করে ডাকা হরতাল এবং সম্ভাব্য পরিবহন সংকট ও নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় রেখে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরীক্ষাটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে ২০তারিখ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হয়েছিল ৩৬ ঘণ্টার হরতাল। প্রথম দিনের সকাল থেকেই শহরে সবধরনের যানবাহন চলাচল বন্ধ ছিলো। শহরের বিভিন্ন স্থানে পিকেটিং, টায়ার জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেখা গেছে পিকেটারদের। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি , হরতালের কারণে যানবাহন চলাচল পুরোপুরি স্থবির হয়েছিলো,বিভিন্ন উপজেলার সাথে লঞ্চ চলাচল বন্ধ ছিল। জেলা পরিষদ চেয়ারম্যান জানান, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ পূর্বে তিন দফা স্থগিত হওয়ার পর সর্বশেষ শুক্রবার (২১ নভেম্বর)২৫ খ্রিঃ
অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং প্রয়োজনীয় সব প্রস্তুতিও সম্পন্ন ছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনায় আবারও তা স্থগিত করা হলো।এবার নিয়ে মোট চারবার স্থগিত হলো এ লিখিত পরীক্ষা। পরীক্ষা স্থগিত হওয়ায় পরীক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন চেয়ারম্যান কাজল তালুকদার।





