যশোর ব্যুরোঃ
যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলা দল। বৃহস্পতিবার স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সদর উপজেলা দল ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চৌগাছা উপজেলা দলকে। সদর উপজেলা দলের বিদেশি খেলোয়াড় জুলু ম্যাচের ৬৩ মিনিটে একমাত্র গোলটি করেন। ম্যাচ সেরা হন চৌগাছা উপজেলা দলের এরিসেট এবং একই দলের খেলোয়াড় শিহাব টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মাহতাব নাসির পলাশ। জেলা প্রশাসনে আয়োজনে গত ৯ নভেম্বর শুরু হয়েছিলো এ টুর্নামেন্ট। টুর্নামেন্ট অংশ নেয় জেলার ৮ টি উপজেলা দল।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.