তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাপ্তাই  ওয়াগ্গায় যুবদলের গণসংযোগ

 

কাপ্তাই প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত পরিকল্পনা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে কাপ্তাই উপজেলা যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক বাবু সুমন মারমা’র নেতৃত্বে ওয়াগ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কুকিমারা পাড়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়—এটি রাষ্ট্রের ভঙ্গুর গণতান্ত্রিক কাঠামো পুনরুদ্ধার, স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠা, দুর্নীতি দমন, প্রশাসনিক স্বচ্ছতা এবং যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করার একটি সমন্বিত জাতীয় রোডম্যাপ। তারা আরও বলেন, দেশের মানুষ আজ ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করা। গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে সাধারণ ভোটারদের কাছে সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরেন এবং আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান। উপস্থিত নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবু মায়ারাম তনচংগ্যা, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য বাবু বাবুল তনচংগ্যা, সদস্য মোহাম্মদ হোসেন,
ওয়াগ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সঞ্জয় তনচংগ্যা, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজু,
ইউনিয়ন কৃষক দলের সভাপতি চাইয়ো মারমা,
কর্ণফুলী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল তনচংগ্যা। ছাত্রদল থেকে উপস্থিত ছিলেন—ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সন্তোষ তনচংগ্যা,সিনিয়র সহ-সভাপতি টিপু তনচংগ্যা, দপ্তর সম্পাদক মংসাইনু মারমা, ছাত্রদল নেতা হ্লামং মারমা। এছাড়া যুবদল নেতা সাগর মারমা, আব্দুল আমিন, মো. রহিম, ম্রামং মারমাসহ যুবদল–ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।