যশোর ব্যুরোঃ
যশোরের চাঞ্চল্যকর হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার (১৯ নভেম্বর) সকালে র্যাব-৬, সিপিসি-৩ যশোরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পালবাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হলেন মানিক কুমার (৫২) ও মুক্ত কুমার (৩৫)। দু’জনই যশোরের সদর থানার শানতলা এলাকার কৃষ্ণ কুমারের ছেলে।
র্যাব জানায়,২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারিতে চুড়ামনকাটি এলাকায় নামযজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে বাদীর ছেলে ও তার বন্ধুদের সঙ্গে আসামি পক্ষের তর্কাতর্কির সূত্র ধরে পরদিন ঝিকরগাছার মল্লিকপুরে পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটে। এতে জীবন দাস, স্বাধীন দাস ও দীপ্ত দাস আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন।
এরপর ২৫ ফেব্রুয়ারি আহতদের দেখতে হাসপাতাল গিয়ে ফেরার পথে শানতলা এলাকায় পেপসি কোম্পানি গেটের সামনে ধৃত আসামিরা বাদীর ছেলে চয়ন দাস ও তার বন্ধুদের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত চয়ন দাসকে হাসপাতালের নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
গ্রেফতারকৃত মানিক ও মুক্ত কুমার ওই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। র্যাব জানায়, গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.