চৌধুরী মুহাম্মদ রিপন:
রাঙ্গামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম-এর আয়োজনে বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় হাসপাতালের হল রুমে ২ দিনব্যাপি আয়বর্ধক কার্যক্রমের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবির খিয়াং এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আহসান হাবীব, উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা। এ সময় ৭১ টিভির কাপ্তাই প্রতিনিধি রিপন মারমা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কাপ্তাই ও রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য আয়বর্ধক এই কর্মশালায় কৃষি এবং হাঁস-মুরগি পালন করে কীভাবে স্বাবলম্বী হওয়া যায় — সে বিষয়ে চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন—উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আহসান হাবীব। এতে প্রায় ৫০ থেকে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রধান অতিথি মো. রুহুল আমিন তার বক্তব্যে বলেন—প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নে কৃষি ও হাঁস-মুরগি পালন আজ সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র। এ ধরনের আয়বর্ধক প্রশিক্ষণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান ব্যবহার করে নিজেদের স্বাবলম্বী করে তুলবেন—এটাই আমাদের প্রত্যাশা।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.