আহমদ বিলাল খানঃ
পার্বত্য রাঙ্গামাটি জেলার ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নাজমা আশরাফী। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রাঙ্গামাটির নতুন ডিসি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহল আমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আকতার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাত শারমিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।দায়িত্ব গ্রহণের পর নতুন জেলা প্রশাসক নাজমা আশরাফী প্রশাসনের বিভিন্ন কার্যালয় পরিদর্শন করেন এবং জেলার চলমান কার্যক্রম ও প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) নাজমা আশরাফীকে রাঙ্গামাটির নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.