কাপ্তাই হতে চৌধুরী মুহাম্মদ রিপনঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলি পেপার মিলস লিমিটেড (কেপিএম) শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সিবিএর ব্যানারে এক জোরালো গেইট মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় কেপিএমের ১নং গেইটে আয়োজিত এ গেইট মিটিংয়ে বিপুল সংখ্যক শ্রমিক-কর্মচারী অংশ নেন। সভায় প্রধান বক্তা হিসেবে শ্রমিক-কর্মচারী পরিষদ (সিবিএ) এর সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বলেন কেপিএমকে সচল রাখতে হলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতেই হবে। একই কর্পোরেশনে এক বেতন কমিশন—এটা কোনো দাবি নয়, এটি আমাদের অধিকার। কর্মচারীদের মতো শ্রমিকদেরও ২০২৩ সালের ৫% বিশেষ সুবিধা এবং ২০২৫ সাল থেকে ঘোষিত ১৫% বেতন সুবিধা দিতে হবে—এটি নিয়ে কোনো টালবাহানা চলবে না। তিনি আরও জোরালো কণ্ঠে বলেন—শ্রমিকদের সাথে বৈষম্য বন্ধ করতে হবে। পে কমিশনভুক্ত শ্রমিকদের কর্মচারীদের ন্যায় উচ্চতর গ্রেড দিতে হবে। নিয়োগ ও পদোন্নতি নীতিমালার জটিলতা দূর করে অবিলম্বে পদোন্নতি দিতে হবে। অস্থায়ী ও আউটসোর্সিং শ্রমিকরা বছরের পর বছর বঞ্চিত—সরকার ঘোষিত বর্ধিত হারে ন্যায্য মজুরি দিতে হবে। মহার্ঘ ভাতা না পাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন—যখন দেশে দ্রব্যমূল্য বাড়ে, তখন কর্মচারীরা মহার্ঘ্য ভাতা পায়। কিন্তু ২০২৩ সাল থেকে কেপিএমের শ্রমিকরা এই ভাতা পাচ্ছে না—এটি শ্রমিকদের প্রতি সরাসরি অবিচার। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি—এই মহার্ঘ্য ভাতা শ্রমিকদের পেতেই হবে। সভায় সিবিএর সিনিয়র সহ-সভাপতি মো. শহীদ উল্লাহ, সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন জহিরসহ অস্থায়ী শ্রমিকদের প্রতিনিধি শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.