যশোর ব্যুরোঃ
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। বুধবার বিকেলে যশোর সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা জানান, প্রথম অভিযানে বিকেল ৪টার দিকে সদর উপজেলার খামার বাগডাঙ্গা এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মো. রাসেল (৪০)কে আটক করা হয়।। উপপরিদর্শক মদন মোহন সাহার প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ উদ্দীন তাকে ২১ দিনের কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দ্বিতীয় অভিযানে বিকেল বিকেল সাড়ে চারটার দিকে নতুন খয়েরতলা এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মো. আবুল হাসান (৪৫)কে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা রাফিজা খাতুনের প্রসিকিউশনে তাকে ৩০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তৃতীয় অভিযানে একই এলাকার মো. রবিউল ইসলাম (৪৫)কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। উপপরিদর্শক মদন মোহন সাহার প্রসিকিউশনে তাকে ২৮ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
শেষ অভিযানে বিকেল পৌনে পাঁচটার দিকে নতুন খয়েরতলা এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মো. আলামিন হোসেন (১৯) কে আটক করা হয়। তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন মোবাইল কোর্ট। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কার্যালয়ের একটি সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যশোরকে মাদকমুক্ত করতে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান চলবে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.