🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদল লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে। আজ কলেজ ক্যাম্পাসে এ লিফলেট বিতরণে নেতৃত্ব দেন কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল তনচংগ্যা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান ফাহিম, দপ্তর সম্পাদক মংসুইনু মারমা, সহ-সাধারণ সম্পাদক মোঃ সৌরভ হোসেন, ছাত্রনেতা জাহেদুল ইসলাম, পূর্ণ্যধন তনচংগ্যা, মংচ সাইং মারমা, মিমংসিং মারমা, ছাই ছাই নু মারমা, সাউচিং মারমা ও প্রিয় তনচংগ্যা প্রমুখ। লিফলেট বিতরণকালে বক্তারা বলেন, বিএনপির এই ৩১ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগ ও প্রশাসনের স্বাধীনতা, দুর্নীতি দমন, শিক্ষার মানোন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার রূপরেখা। তারা বিশ্বাস করেন, এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশের জনগণ প্রকৃত অর্থে মুক্ত গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো ফিরে পাবে।
ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ছাত্রসমাজই হচ্ছে জাতির বিবেক — তাই তারেক রহমানের এই ৩১ দফা ছাত্রসমাজের মধ্যেই সবচেয়ে বেশি সাড়া ফেলেছে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.