চৌধুরী মুহাম্মদ রিপন, কাপ্তাইঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ নভেম্বর) কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেকান্দর আলী রাসেলের পক্ষ থেকে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সদস্য মায়ারাম তঞ্চাঙ্গা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বাবুল তঞ্চাঙ্গা। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদলের সংগঠক পূণ্যধন তঞ্চাঙ্গাসহ ইউনিয়ন ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। লিফলেট বিতরণের মাধ্যমে ছাত্রনেতারা জনগণের মাঝে রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির মূল বার্তা পৌঁছে দেন এবং গণতান্ত্রিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.