যশোর ব্যুরোঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার বিকেলে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রার্থী তালিকা প্রকাশ করেন। ঘোষিত তালিকা অনুযায়ী যশোর-১ (শার্শা) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন মফিকুল হাসান তৃপ্তি,যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে সাবিরা নাজমুল মুন্নি,যশোর-৩ (সদর) আসনে অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪(বাঘারপাড়া-অভয়নগর) আসনে প্রকৌশলী টি. এস. আইয়ুব,এবং যশোর-৬ (কেশবপুর) আসনে রওনোকুল ইসলাম শ্রাবণ মনোনয়ন পেয়েছেন। এছাড়া যশোর-৫ (মণিরামপুর) আসনটি শরিক দলের জন্য সংরক্ষিত রাখা হয়েছে বলে জানানো হয়।দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি জোটের শরিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বাকি আসনের প্রার্থীতার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.