চৌধুরী মুহাম্মদ রিপনঃ
একই দিনে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি মহাজন পাড়া ক্যক ম্যাক রাদানা বৌদ্ধ বিহারেও অনুষ্ঠিত হয়েছে শুভ কঠিন চীবর দানোৎসব। বিহারাধ্যক্ষ ভদন্ত চিংডিটা মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া বৌদ্ধ বিহারাধ্যক্ষ ভদন্ত উ:পুঞাওয়াসা মহাথেরো এবং ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারের (আবাসিক) নন্দ বংশ ভান্তে। প্রধান দায়ক ছিলেন শিলছড়ি মহাজন পাড়া কার্বারি পাইমং মারমা। দিনব্যাপী ধর্মীয় আয়োজন ঘিরে ভক্তদের মাঝে ছিল গভীর শ্রদ্ধা, ভক্তি ও উৎসবমুখর পরিবেশ। শতাধিক ভিক্ষু ও অসংখ্য নারী-পুরুষ ভক্ত অংশ নেন এই অনুষ্ঠানে। বিহারের সাধারণ সম্পাদক তপন মারমা বলেন, আষাঢ়ি পূর্ণিমার পর থেকে বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাব্রত পালনের পর প্রবারণা পূর্ণিমা আসে আনন্দের বার্তা নিয়ে। এরপরই শুরু হয় কঠিন চীবর দানোৎসব, যা চলবে ৪ নভেম্বর পর্যন্ত। তিনি আরও জানান, আগামী ৪ নভেম্বর ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানের মধ্য দিয়ে এবছরের কঠিন চীবর দানোৎসবের সমাপ্তি হবে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.