যশোর ব্যুরোঃ
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১১ বোতল অবৈধ বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল পুরাতন পৌরসভা মার্কেট এলাকার সামছুর রহমান ভবনের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন সাজ্জাদুল ইসলাম রাসেল (২৭) ও রাব্বি হোসেন (২০)। তারা দুজনেই ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা গ্রামের কাউসার আলী ও রাহিলা বেগমের সন্তান।
এসআই বাবলা দাস, এসআই মো. কামাল হোসেন ও এএসআই নির্মল কুমার দাসের নেতৃত্বে ডিবির একটি টিম বেনাপোল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সাজ্জাদুল ইসলামের কাঁধে থাকা বাদামি ব্যাগ থেকে ৬ বোতল এবং রাব্বি হোসেনের নেভি ব্লু ব্যাগ থেকে ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ হাজার টাকা।
এ ঘটনায় এসআই মো. কামাল হোসেন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আটককৃতদের শুক্রবার (৩১ অক্টোবর) যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.