
যশোর ব্যুরো:
যশোরের শার্শা উপজেলার নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
অভিযোগ পাওয়ার পর বিদ্যালয় পরিচালনা কমিটি প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত শিক্ষক আব্দুল আলিমকে সাময়িকভাবে বহিষ্কার করে। তবে সম্প্রতি তিনি পুনরায় বিদ্যালয়ে যোগদান করলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এর প্রতিবাদে আজ (বুধবার) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী। তারা অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার ও তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “যে শিক্ষক একজন শিক্ষার্থীকে অসম্মান করতে পারে, তার কোনোভাবেই শ্রেণিকক্ষে থাকার অধিকার নেই।” তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য শিক্ষা বিভাগসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, অভিযোগের তদন্ত চলছে এবং যথাযথ প্রক্রিয়া শেষে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীও ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.