চৌধুরী মুহাম্মদ রিপনঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা সদরের পাম্প হাউজ এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদর বড়ইছড়ি বাসস্টেশনে গিয়ে শেষ হয়।
পরে বড়ইছড়িস্থ কাপ্তাই-চট্টগ্রাম সড়কে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। র্যালি, পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বড়ইছড়ি বাসস্টেশনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল। কাপ্তাই উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ মো. জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু এর সঞ্চালনায় অনুষ্ঠানে, বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা. রহমত উল্লাহ ও যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, বিশেষ অতিথি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি, লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক, মোঃ ইউসুফ চৌধুরী, রাঙ্গামাটি জেলা যুবদল যুগ্ম সম্পাদক, সিরাজুল মোস্তফা, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা যুবদল সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম,
এই সময় আরোও বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সহ সভাপতি জাফর আহমেদ স্বপন ও জাহাঙ্গীর আলম তালুকদার, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ- সভাপতি মোঃ আব্দুল মামুন,সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক এবং সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. আব্দুল মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন ও সিরাজুল মোস্তফা, এবং সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুমন মারমা। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে কাপ্তাই উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.