কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙামাটির কাপ্তাইয়ে কাপ্তাই ব্লাড ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদাতা নিবন্ধন ও জনসচেতনতা মূলক ক্যাম্পেইন-২০২৫।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট, কাপ্তাই টিম, এবং বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (B.S.P.I)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই ব্লাড ব্যাংক সভাপতি সুগত তনচংগ্যা, ব্লাড ব্যাংক প্রতিষ্ঠাতা বীর কুমার তনচংগ্যা, বিএসপিআই ইঞ্জিনিয়ার ও বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ প্রমুখ।
দিনব্যাপী এ ক্যাম্পেইনে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে ৩৫০ জনেরও বেশি অংশগ্রহণকারীর বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় করা হয় এবং স্বেচ্ছায় রক্তদাতা হিসেবে নতুন সদস্যদের নিবন্ধন নেওয়া হয়। বক্তারা বলেন, রক্তদান একটি মানবিক কাজ, যা জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে তারা মন্তব্য করেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.